- অনলাইন পেনশন নির্ধারণ
অনলাইনে পেনশন পুনঃনির্ধারণী ওয়েবসাইটে আপনাকে স্বাগতম

ওয়েবসাইটটি ব্যবহার করে সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিস অথবা ব্যাংক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণের (সামরিক-সিভিল ও বেসামরিক) পেনশন সংক্রান্ত তথ্যাদি যাচাই/প্রতিপাদনপূর্বক অনলাইনে নতুন জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী পেনশন পূনঃনির্ধারণ করবেন।

জরুরী বিজ্ঞপ্তি

এখন হতে পেনশন এন্ট্রি স্ক্রিনে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ এন্ট্রি দেয়ার পর সংশ্লিষ্ট পেনশনভোগীর ফটো এবং বাংলা ও ইংরেজি নাম স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনে প্রদর্শিত হবে না। পেনশন নির্ধারণী 'চুড়ান্ত করুন' বাটনে ক্লিক করার সময় সংশ্লিষ্ট পেনশনভোগীর ফটো, এনআইডি অনুযায়ী বাংলা নাম এবং পিপিও অনুযায়ী বাংলা নাম স্ক্রিনে প্রদর্শিত হবে।

বিশেষ সতর্কতা

এই সাইটটি কেবলমাত্র অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীগণের জন্য প্রযোজ্য। ব্যাংক এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হতে অবসরপ্রাপ্ত কর্মচারীগণের জন্য এই সাইটটি প্রযোজ্য নয়। যাদের পিপিও এবং ডি-হাফস হিসাবরক্ষণ অফিস হতে ইস্যু করা হয়েছে কেবল তাদের পেনশনই ব্যাংক কর্তৃক নির্ধারণ করতে হবে।

পরবর্তী ধাপে যাবার পূর্ব প্রস্তুতি:

১. পেনশনারের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিন
২. পিপিও ও ডিহাফস্ বই নিন
৩. পেনশনারের নিকট হতে মোবাইল নম্বর সংগ্রহ করুন । পেনশনারের নিজের মোবাইল না থাকলে কোন নিকট আত্মীয়ের নম্বর নিন
৪. পেনশনারের সর্বশেষ কর্মরত অফিসের নাম নোট করে নিন